আন্তর্জাতিক | তারিখঃ December 3rd, 2018 | নিউজ টি পড়া হয়েছেঃ 3406 বার
বার্তা ডেস্কঃ জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ-ওপেক থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কাতার। সোমবার (৩ ডিসেম্বর) দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি এ ঘোষণা দেন।
বিশ্বের মোট জ্বালানি চাহিদার ৪০ শতাংশই পূরণ করে থাকে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি। পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতারই প্রথম ওপেক থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিল। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানানো হয়। আল কাবি বলেন, প্রতি বছরে ৭ কোটি ৭০ লাখ টন প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা হলেও আগামী বছরগুলোতে সেই লক্ষ্যমাত্রা ১০ কোটির বেশি নির্ধারণ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গেল বছরের জুন মাসে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ পারস্য উপসাগরীয় প্রতিবেশী কয়েকটি দেশ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টানাপড়েনের মধ্যেই এমন সিদ্ধান্ত নিল দোহা।
Leave a Reply