নোয়াখালী সংবাদ | তারিখঃ September 3rd, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 4552 বার

সাইফুল ইসলাম রিয়াদঃ করোনাতে আক্রান্ত হয়েই মারা গেছেন নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া বাজারের ব্যবসায়ী (তারেক ট্রেডাসের মালিক) আবদুল মতিন করোনাতে আক্রান্ত হয়েই মারা গেছেন। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিষয়ক দ্বায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ তামজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে প্রিয় নোয়াখালীকে জানান, আবদুল মতিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি খিলপাড়াতে মারা যান। আর একই দিন সকাল ১১ টার দিকে আবদুল মতিনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

Leave a Reply