নোয়াখালী সংবাদ | তারিখঃ June 14th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 4243 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিমকে (২৪) ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা।দণ্ডপ্রাপ্ত মাকসুদুর রহমান ওয়াসিম চরএলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেশকার বাড়ীর মতিউর রহমানের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা জানান, রবিবার বিকালে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড তারিন কটেজের সামনে থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বলেন, দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা মাকসুদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তার অপরাধের দায় সে নিজেই বহন করবে। এর দায় ছাত্রলীগ নেবে না।
Leave a Reply