এক্সক্লুসিভ, জাতীয়, রাজনীতি | তারিখঃ December 2nd, 2018 | নিউজ টি পড়া হয়েছেঃ 886 বার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল করেছেন রিটানিং অফিসার মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
রোববার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় তিনি এই বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরারব আপিল করতে পারবেন বলে জানান রিটানিং অফিসার।
এ ছাড়া বিএনপি মনোনীত অপর প্রার্থী শাহজাহান খান ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তবে বিএনপি থেকে মনোনীত অপর প্রার্থী হাসান মামুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বিএনপি থেকে মোট তিনজন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছিলো।
পটুয়াখালী তিন আসনে মোট সাত প্রার্থী মনোনয়ন দাখিল করলেও তাদের মধ্যে দুইজন ছাড়া বাকী সবার মনোনয়নপত্র বৈধ গ্রহণ করা হয়েছে।
এছাড়া পটুয়াখালী-১ আসনে ১২ জনের মধ্যে ৪ জন এবং পটুয়াখালী-২ আসন থেকে ১০ জনের মধ্যে তিনজনে মনোনয়পত্র বাতিল করা হয়েছে।
এর আগে, সকাল সাড়ে ১০টার পর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। ৩০০ আসনে প্রার্থী হতে আগ্রহী ৩ হাজার ৬৫ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। বাছাই শেষে জানা যাবে যোগ্য প্রার্থীদের তালিকা।
তবে বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এই পর্বের পর ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। এর পর আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
উল্লেখ্য, আলেচিত-সমালোচিত গোলাম মওলা রনি পটুয়াখালী-৩ আসন থেকে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন। পরে তিনি দল থেকে বহিষ্কৃত হন। ২০১৪ সালের নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি তাঁকে। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। এরপর তাকে পটুয়াখালী-৩ আসনে দলীয় মনোনয়নপত্র দেয়া হয়েছে।
Leave a Reply