নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালী চাটখিলে নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমানের স্মরণে চাটখিল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

চাটখিল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ পাটওয়ারী, নোয়াখালী জেলা বিএমএর সভাপতি ডাক্তার এম এ নোমান, চাটখিল উপজেলা নির্বাহি অফিসার দিদারুল আলম,জেলা পরিষয়দের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবু তৈয়ব, চাটখিল মহিলা আওয়ামীলীগের সভাপতি শারমিন আক্তার মেরি, চাঁদপুর জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিন প্রমুখ

অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম অধ্যাপক মিজানুর রহমান ছিলেন চাটখিল নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক। তিনি চাটখিল মানুষের উন্নয়নে এবং সাধারন মানুষের জন্য কাজ করে গেছেন।