নোয়াখালী সংবাদ | তারিখঃ May 26th, 2017 | নিউজ টি পড়া হয়েছেঃ 1610 বার
কামরুল কাননঃ ঝড় তুফানের প্রয়োজন হয়না আকাশে মেঘ দেখা দিলেই চাটখিল উপজেলায় বিদ্যুত হাওয়া হয়ে যায় এমনই ক্ষোভের মন্তব্য উপজেলার পল্লী বিদ্যুত গ্রাহকদের। এ নিয়ে উপজেলার প্রায় প্রতিজন গ্রাহকেরই ব্যাপক অসন্তোষ রয়েছে। উপজেলার ইয়াছিন হাজির বাজারের ব্যাবসায়ী কাউছার আহমেদ মনু বলেন, ৩ দিন আগে সামান্য বাতাস হওয়ার পর আমাদের এলাকায় বিদ্যুত যে গেলো আজ পর্যন্ত আর ফেরার নাম পর্যন্ত নেই। অফিসে বার বার জানানোর পরও পাইনি কোন সমাধান। খিলপাড়া বাজারের ব্যাবসায়ী দিন বিন আজিজুল টিটু ক্ষোভের সাথেই বলেন, এখন আর অভিযোগও করার রুচি নষ্ট হয়ে গেছে কারন অভিযোগের কোন মূল্য নেই বিদ্যুতের কর্তাদের কাছে। চাটখিল উপজেলার মত ছোট একটি উপজেলায় বিদ্যুতের দুটি উপকেন্দ্র থাকার পরও বিদ্যুতের এই সীমাহীন ভেল্কিবাজিতে লক্ষ লক্ষ গ্রাহকের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে জানতে চাটখিলের দ্বায়িত্বে থাকা নোয়াখালী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোপাল চন্দ্র শিব, মেঘ দেখলেই বিদ্যুত হাওয়া হয়ে যাওয়ার ঘটনাকে অস্বীকার করে এই প্রতিবেদককে বলেন, আপনি নিজেই বিষয়টি তদন্ত করে দেখতে পারেন তবে ঝড় তুফানেতো লাইন ক্ষতিগ্রস্ত হলে মেরামতে সময় লাগড়তেই পারে।
Leave a Reply