অন্যান্য, নোয়াখালী সংবাদ | তারিখঃ January 16th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 6461 বার
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরানপুর হাফেজিয়া মাদ্রাসার বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মহিলা মাহফিলে সময়ের আলোচিত ইসলামী বক্তা ড.মিজানুর রহমান আযহারী কে ইহুদীদের এজেন্ট বলে আখ্যা দিয়ে বক্তব্য দেয়ার সময়ে উপস্থিত মুসুল্লিদের রোষানলে পড়েন চাটখিল জামেয়া উসমানিয়ার শিক্ষক মুফতি আছেম।
স্থানীয়রা জানান, মহিলা মাহফিলে মুফতি আছেম আযহারী সম্পর্কে সমালোচনা করে বক্তব্য দিতে থাকলে উপস্থিত মুসুল্লিদের মধ্যে উত্তেজনা তৈরী হয় এবং এক পর্যায়ে মুফতি আছেম তার বক্তব্য শেষ না করেই ওয়াজের স্থান ত্যাগ করতে বাধ্য হন।
এ সময় মুফতি আছেমকে লাঞ্চিত করার ও চেষ্টা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।
Leave a Reply