নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল পৌর বাজারের আশপাশে প্রায় সকল সড়ক এবং আবাসিক এলাকা গুলিতে চোখে পড়ার মতো কিশোর গ্যাং এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে সাধারণ মানুষ সহ স্কুল কলেজের শিক্ষার্থীদের মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে।

চাটখিল কামিল মাদ্রাসা ও ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আশপাশ, চাটখিল মহিলা কলেজ ও চাটখিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এলাকা সহ ভূঁইয়া আবাসিক এলাকা, পিজি হাইস্কুল কলোনিতে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭/৮টা পর্যন্ত পর্যায়ক্রমে কিশোর গ্যাং এর সদস্যরা বিভিন্ন অলিতে গলিত অবস্থান নিয়ে স্কুল, মাদ্রাসা গামী শিক্ষার্থীদের এবং আবাসিক এলাকায় বসবাসকারীদের নানাভাবে ইভটিজিং করে আসছে।

চাটখিলে বর্তমানে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে কিশোর গ্যাং সদস্যরা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, প্রেমের বিরোধ, মাদক খুনোখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন,”কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আমরা অত্যন্ত কঠোর। কোন এলাকায় কিশোর গ্যাং কর্তৃক কোন ব্যক্তি হেনস্থার শিকার হলে বা ইভটিজিং এর শিকার হলে সাথে সাথে প্রশাসনকে জানানোর অনুরোধ করছি”। তিনি কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেন।

চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে তিনি প্রশাসনের সাথে আলোচনা করে পদক্ষেপ নিবেন এবং এ বিষয়ে তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং এ কথা বলবেন।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন জানান, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে প্রয়োজনে টহল আরো জোরদার করা হবে।