নোয়াখালী সংবাদ | তারিখঃ December 13th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 4619 বার

নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-চাটখিল সড়কে যাত্রীবাহী বাস চাপায় নুশরাদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে রামগঞ্জ-চাটখিল সড়কের চাটখিল ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুশরাদ চাটখিল পৌরসভার নূর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফায়ার সার্ভিস এলাকা দিয়ে বাসায় যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল নুশরাদ। এসময় মাইজদী থেকে ছেড়ে আসা জননী সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা বাসটি আটক করা হয়েছে।

Leave a Reply