নোয়াখালী সংবাদ | তারিখঃ January 14th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 5938 বার
স্টাফ করেসপন্ডেন্টঃ চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের মর্যাতপাড়া গ্রামে একটি পরিবার জমিতে পাকা দেয়াল নির্মানের কারনে জনচলাচলে বাঁধাসহ ফসলী জমিতে আবাদের পথ বন্ধ হওয়ার আশংকার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ফারুকুর রহমান সাংবাদিকদের জানান,দত্তের বাগ গ্রামের জনৈক প্রবাসী মনির হোসেন তার জমিতে পাকা দেয়াল তুলে জনমানুষের চলাচলে বাধা সৃষ্টি করে। এতে প্রায় ৪৫ জন কৃষকের আবাদী জমিতে ফসল চাষ ব্যহত হবে বলে তিনি অভিযোগ করেন।
এই নিয়ে ভুক্ত ভেগী ফারুকুর রহমান,আলিমুদ্দিন বাবুল,আবুল খায়ের স্বপন,আবদুল মান্নান,আক্তার হোসেন, মোবারক উল্যা প্রমূখরা থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতী নেন এবং স্থানীয় সংসদ সদস্য এইছ এম ইব্রাহীমকে অবহিত করলে তিনি সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করে দেয়ালের নির্মান কাজ বন্ধের নির্দেশ দেন এবং স্থানীয় গণ্যমান্যদের এ ব্যপারে সমাধান করার দ্বায়িত্ব দেন।
Leave a Reply