নোয়াখালীর বার্তাঃ চাটখিলে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন চাটখিলের রাজনীতিতে বিএনপির দুই প্রভাবশালী রাজনীতিবীদ। তারা হলেন জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সহ সম্পাদক নাছির উদ্দিন বক্সী ও তার আপন বড় ভাই উপজেলার পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি শাহনেওয়াজ বক্সী।

তাদের দুজনের বাড়ি চাটখিল উপজেলার পরকোট গ্রামে।

বৃহস্পতিবার তারা এই যোগদান করেন।

এ সময় তাদের সাথে আরো শতাধীক নেতা-কর্মী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছে বলে আ,লীগ নেতার জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়,এক সময়ের ছাত্র ও যুব দলের একজন দক্ষ সংগঠক হিসেবে নাছির উদ্দিন বক্সীর সুনাম ছিল। পরবর্তীতে দলীয় গ্রুপিংয়ে রাজনীতি থেকে নিজেকে অনেকটা সরিয়ে রাখেন তিনি। বিশেষ করে এ আসনের বিএনপি দলীয় এমপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনর সাথে তাদের দুই ভাইয়ের দ্বন্দ্ব ছিল অনেকটাই প্রকাশ্যে।

শাহনেওয়াজ বক্সী বিএনপির সমর্থনে ৩ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরমধ্যে একবার কারাগারে থেকেও নির্বাচিত হয়েছিলেন।

তবে তাদের দুই ভাইকেই বেশ কয়েকবার কারা বরন করতে হয়।