এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ November 8th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 23825 বার
সাইফুল ইসলাম রিয়াদঃ “টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতে অংশ নিয়ে পুরস্কার লাভ” চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের আখঞ্জিবাড়ি যুব সমাজের আয়োজনে আয-যাহরা জামে মসজিদ কর্তৃপক্ষ শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ দিতে এমন পুরস্কারের কথা ঘোষণা করেছেন।
মসজিদের সভাপতি গোলাম গাউছ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম বাকী বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনিরুজ্জাম, মাওলানা ওমর ফারুক, চাটখিল ইসলামিয়া ডায়াবেটিস সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোহাম্মদ রহমত উল্লাহ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম, এছাড়া আরও উপস্থিত ছিলেন কবির হোসেন মেম্বার, নুর আলম আখঞ্জি প্রমুখ। উক্ত প্রোগ্রামটি সঞ্চালনা করেন ওমর ফারুক আখঞ্জি।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ ৪৪ শিশু, তাদের মধ্যে টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতে অংশ নিয়ে ৫ শিশু পেয়েছে প্রথম পুরস্কার বাইসাইকেল। এছাড়াও অংশগ্রহণ করা সকল শিশুদেরকে দেওয়া হয় স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ। গত২৫ সেপ্টেম্বর ২০২০ থেকে শুরু করে ৪ নভেম্বর ২০২০ ছিলো কর্মসূচির শেষ দিন।
অনেক শিশু-কিশোরের মা-বাবা এমন কর্মসূচি ঘোষণা বেশ খুশি। তারা বলছেন, পুরস্কার হিসেবে বাইসাইকেল বড় কথা নয়, বাচ্চারা এতে উৎসাহিত হচ্ছে জামাতে অংশ নিতে; সেটাই বড় বিষয়।
পুরস্কার ঘোষণার পর শিশু-কিশোরদের উৎসাহিত করার জন্য অনেক মা নিয়মিত তাদের সন্তানদের সঙ্গে মসজিদে যান।
Leave a Reply