অন্যান্য, এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ May 18th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 11093 বার

সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশই (টিসিবি)র ১৯৪ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ মে) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাটখিল বাজারের বাধদ ষ্টোর থেকে ৮৪ লিটার টিসিবির তেল উদ্ধার করে। সেই সাথে সুমন ষ্টোর থেকে টিসিবির তেলের ক্রয় কৃত ক্যাশ মেমো উদ্ধার করা হয়। পরে ক্যাশ মেমোর সূত্র ধরে সুমন স্টোরেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১০ টিসিবির তেল উদ্ধার করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ মোসা সুমন ষ্টোরকে ১৫ হাজার টাকা ও বাধন ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক উদ্ধারকৃত তেল সাধারণ মানুষের কাছে সরকারি মূল্যে ১৯ হাজার ৪০০ টাকা বিক্রি করে ওই অর্থ সরকারি কোষাগারে জমা করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।

Leave a Reply