নোয়াখালী সংবাদ | তারিখঃ December 12th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 5927 বার
নোয়াখালীর বার্তাঃ চাটখিলে আবাসিক হোটেলে তরুনীর শ্লীলতাহানীর অভিযোগে জাবেদ নামের যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এই মামলা করা হয় বলে জানা গেছে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে চাটখিল বাজারের ফারহান আবাসিক হোটেলে ওই তরুনীকে টেপে ফেলে ধর্ষনের চেষ্টা করে শ্লীলতাহানী করে জাবেদ।
তিনি জাবেদকে গ্রেফতারের সর্বোচ্ছ চেষ্ট চলছে বলেও জানান।
জাবেদ কে সহযোগিতা করায় সুন্দর পুর গ্রামের আলোমের ছেলে ফিরোজ(৩৫) এবং ফিরোজের স্ত্রী কে আটক করেছে পুলিশ।
জাবেদের বাড়ি চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পানিজা পাড়া গ্রামে।
Leave a Reply