এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ August 22nd, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 18834 বার

সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিল পৌরসভার ভীমপুর গ্রাম থেকে ধর্ষনের অভিযোগে নাইম (২০) ও ইউসুফ সুদানী নামের দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। আজ বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ভীমপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। নাইম ভীমপুর গ্রামের আবদুল মন্নানের ছেলে ও ইউসুফ সুদানী একই গ্রামের রফিক মোল্লার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায় ভিকটিম ভীমপুর গ্রামে পরিবারের সাথে ভাড়া বাড়িতে বসবাস করে আসছে। তাদের বাড়ী লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলায়। গতকাল রাত ৮টার সময় আসামি নাঈম পাওনা টাকা নেয়ার বাহানায় ভিকটিমের বাড়িতে আসে, তখন ভিকটিমকে একা পেয়ে নাঈম জোরপূর্বক ধর্ষণ করে, ভিকটিমের ধস্তাধস্তিতে আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে অপ্রীতিকর অবস্থায় পেয়ে আটক করে চাটখিল থানায় খবর দেওয়ার চেষ্টা করে। তখন অপর আসামি ইউসুফ সুদানী ৩/৪ জন লোক নিয়ে এসে ভিকটিমের পরিবারের উপরে হামলা করে ধর্ষণকারীকে নিয়ে যায়। এবং উক্ত বিষয়ে থানা পুলিশকে জানালে পরিণতি আরও খারাপ হবে বলে হুমকি দেয়।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করায় আমরা দুই আসামিকে গ্রেপ্তার করেছি। এবং আগামীকাল আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করব।

Leave a Reply