নোয়াখালী সংবাদ | তারিখঃ April 6th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 6951 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ চাটখিলে করোনার প্রভাবে রোজগারে প্রভার পড়া ক্ষতিগ্রস্ত কর্মচারীদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রাইভেট হাসপাতাল মালিক পক্ষের সংগঠন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন। সোমবার বিকেলে সংগঠনটির উদ্যোগে চাটখিল ডাঃ নোমান হাসপাতালে ৬৫ জন কর্মচারীর মধ্যে চাল ডাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরন করা হয়। এ সময় সংগঠনটির পক্ষ থেকে হাসপাতালের পরিচালকদের এবং উপজেলা প্রশাসনকে পিপিই প্রদান করা হয়।
এর আগে করোনার প্রভাব ঠেকাতে জন স্বচেতনা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএমএর নোয়াখালী জেলা সভাপতি ডা: এম এ নোমান।
চাটখিল ইসলামিয়া ডায়াবেটিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ রহমত উল্যাহর সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম
বিশেষ অতিথি ছিলেন চাটখিল থানার ওসি
আনোয়ারুল ইসলাম।
ডাঃ শাহাদাৎ হোসেন রতন, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহিদুল ইসলাম নয়ন এবং চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা খানম মিথিলা, ৭১ টিভি প্রতিনিধি ও প্রিয় নোয়াখালীর সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম কানন, নোয়াখালীর বার্তার সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।
সভায় চাটখিল বেসরকারী হাসপাতাল ও ডায়গনেষ্টিক সেন্টারের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply