নোয়াখালীর বার্তাঃ নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সামছুদ্দিনকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়।

চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম বাচ্চু জানান, গত কয়েকদিন আগে ওসি সামছুদ্দিন তাকে ফোনে নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেন। পরে তিনি নির্বাচন কমিশনে তার (ওসির) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা দিদারুল আলম ওসির প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।