অন্যান্য | তারিখঃ June 9th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 28357 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের লস্কর বেপারী বাড়ির মৃত আব্দুর রশিদের স্ত্রী সালেহা বেগম (৬৮) কে তার ছেলের জহির ও নাতি অভি বেধড়ক প্রহার ও নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়। গত দুই জুন শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
এ সময় বৃদ্ধা সালেহা বেগমকে রক্ষা করতে তার মেয়ে রোজিনা আক্তার এগিয়ে আসলে, জহির ও তার ছেলে অভি তাকেও মারধর করে। এ ব্যাপারে সালেহা বেগম বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে চাটখিল থানা পুলিশের এসআই আবুল খায়েরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে জহির ও তার ছেলে অভি বুধবার দুপুরে পুনরায় দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে বৃদ্ধা সালেহা বেগমের উপরে হামলা চালায়। এতে সালেহা বেগমের হাত ভেঙ্গে যায়। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে বৃদ্ধাকে রক্ষা করে।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গেলে, বৃদ্ধা সালেহা বেগম কান্না জড়িত কন্ঠে জানান, তার ছেলে জহির নিজের ভাগের সম্পত্তি বিক্রি করে অনেক আগেই অন্যত্র চলে যায়।
তিনি আরো জানান, জহির গত কয়েক মাস পূর্বে বাড়িতে ফিরে এসে তার ছোট ছেলের সৌদি প্রবাসী রুবেলের ঘরে জোরপূর্বক ঢুকে পড়ে, এ ব্যাপারে বাধা দিলে অভি তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে তিনি তার জীবন রক্ষার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।
এলাকাবাসী জানায়,অভি কিশোর গ্যাং সদস্য তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
মামলা তদন্ত কর্মকর্তা চাটখিল থানা পুলিশের উপপরিদর্শক আবুল খায়ের জানান, জহির ও তার ছেলে অভি মাদকাসক্ত ও সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, তাদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
Leave a Reply