নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলার (সপ্তগাঁও) রুদ্ররাম পুর গ্রামে বিদ‍্যুৎপৃষ্ঠ হয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার পিতার নাম বেল্লাল হোসেন। তিনি সৌদি আরব প্রবাসী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল তিনটায় একই এলাকার আবুল কাশেমের নির্মাণাধীন বিল্ডিংয়ের চাঁদের পাশে বৈদ্যুতিক তারে পা লেগে এই দুর্ঘটনা ঘটে। বিকেলে ঘটনা ঘটার পর চিকিৎসার জন‍্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। সামির নানা বাড়িতে থেকে পড়ালেখা চালিয়ে আসছিল। সে (সপ্তগাঁও) রুদ্ররাম পুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্মাণাধীন বিল্ডিংয়ের উপর ৪৪০ কেভি বিদ্যুতের তার থাকায় লাইনটি অন‍্যত্র সরানোর ব‍্যাপারে বারবার পল্লী বিদ‍্যুৎ কর্তৃপক্ষকে বলা হলেও বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করা হয়েছে।

এদিকে পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বেল্লাল হোসেন অত্যন্ত শোকাহত। তারা এই ঘটনায় পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনা ও খামখেয়ালিপনা কে দায়ী করছে।