নোয়াখালীর বার্তা ডটকমঃ ‘ছাগল পালনে অর্থ আয়, খাদ্য পুষ্টি সবই যোগায়, এ প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীর চাটখিলে ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী বুধবার উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাংগনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেলায় ৬০ জন খামারি কয়েক শতাধিক ছাগল নিয়ে অংশ নেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্ভোদক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ শহীদুল ইসলাম আকন্দ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম। নির্বাচকমন্ডলীর দ্বায়ীত্বে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা মৎস কর্মকর্তা।

প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী ৬০ জন খামারিদের প্রদর্শনকৃত সেরা ছাগল পালনকারী একজন ও সেরা পাঠা পালনকারী একজন মোট দুইজনকে প্রদান করা হয় দুটি আকর্ষণীয় ২৪” টিভি। অংশগ্রহণকারী সকলের জন্য ছিল বিনামূল্যে মিল্ক রিপ্লেসার, কৃমিনাশক ও ভিটামিন প্রিমিক্সের ব্যবস্থা।