সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিল পৌরবাজারের সুপার শপ মোহাম্মদীয়া মিনি বাজারে চলছে ঈদ পরবর্তী দিন ব্যাপী বিভিন্ন পন্যে মাসের সেরা বিশেষ অফার তাই ক্রেতাদের উপচে পড়া ভিড়।

আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুরু হয়েছে এই বিশেষ অফার চলবে রাত ১০ টা পর্যন্ত অফারের মধ্যে আছে ১১০ টাকার ব্রয়লার মুরগী কেজি ৯০ টাকা,
৫০৬ মূল্যর বসুন্ধরার ৫ লিটার সয়াবিন তৈল ৪৪০ টাকা,
৩৫ টাকার বসুন্ধরা আটা ২৮ টাকা, ১৩০ টাকার মি.নুডুলস ১১০ টাকা,
২৩৫ টাকার আধা কেজি পিওর গুড়ো দুধ ১৯৮ টাকা,
২৫৫ টাকার আধা কেজি টুডে গুড়ো দুধ ১৯৫ টাকা,
২০ টাকার আলু কেজি ১৬ টাকা,
২২০ টাকার আনার ফল ১৭৫ টাকা,
১৫০ টাকার গোল্ড আপেল ১১০ টাকা,
১৫০ টাকার কেজি দধি ৯৮ টাকা,
ইলিশ মাছ ৩৯০ কেজি,
২৫০ টাকার চমচম মিষ্টি ১৯৯ টাকা, ধরে বিক্রি হচ্ছে।

কেনাকাটা করতে আসা ক্রেতা সাহাদাত হোসেন বলেন নিত্যদিনের বাজারের ঝামেলার সহজ সমাধান এখন এই সুপার শপে। সাধারণ সুঁই-সুতা থেকে শুরু করে নিত্যদিনকার তরিতরকারি, মাছ, মাংস সবই পাওয়া যায় সুপার শপে। পাওয়া যায় দেশি-বিদেশি ভোজ্য অনেক পণ্যের পাশাপাশি কসমেটিকস, প্রসাধনী সহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের প্রয়োজনীয় পণ্য। শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে পরিচ্ছন্ন ও সুবিন্যস্তভাবে এই পণ্যগুলো শপের তাকে তাকে সাজানো থাকে। তাই আমরা বেছে নিতে পারেন প্রয়োজনীয় পণ্য।

মোহাম্মদীয়া গ্রুপের চেয়ারম্যান মনিরুন হোসেন নোয়াখালীর বার্তাকে বলেন আমরা ক্রেতাদের কথা চিন্তা করে বিশেষ বিশেষ দিনে এমন অফার দিয়ে থাকি এবং আমাদের ইচ্ছা আছে অন্তত প্রতি মাসে একবার এমন অফার দিতে কিন্তু অফারের সময় ক্রেতারে ভিড় সাধারণ সময়ের চেয়া কয়েকগুণ বেশী হওয়ায় পর্যাপ্ত পরিমাণে পন্যের সংগ্রহে রাখতে হয় এবং ক্রেতাদের সেবার জন্য কর্মী দ্বিগুণ বিদ্ধ করতে হয় তাই অনেক সময় হয়ে ওঠেনা। এবং আমরা মোহাম্মদীয়া মিনি বাজার এর পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান মোহাম্মদিয়া মিনি চাইনিজ, স্কাইভিয় চাইনিজ মোহাম্মদীয়া কাচাঁ বাজার, মোহাম্মদীয়া রেষ্টুরেন্টে এমন অফার দিয়ে থাকি। আপনার ক্রেতাদের কথা চিন্তা করে ভবিষ্যতে ক্রেতাদের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করবো।