নোয়াখালী সংবাদ | তারিখঃ December 19th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 4550 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ চাটখিলের রামনারায়নপুরে ১০ বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের (শ্লীলতাহানী) অভিযোগে স্থানীয় আ,লীগ নেতা আবদুল আলীকে (৫৫) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
তিনি রামনারায়নপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আ,লীগের সহ সভাপতি ও উত্তর রামনারায়নপুর গ্রামের মৃত আবদুল আজিজের পূত্র।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আবদুল আলী চট্রগ্রামে স্বপরিবারে থাকা ব্যবসায়ী উত্তর রামনারায়নপুরের অধিবাসী মাহবুবুর রহমান বাবরের বাড়িতে কেয়ার টেকারের দ্বায়িত্ব পালন করে আসছিল।
বুধবার দুপুরে আবদুল আলী স্থানীয় দুলাল চৌকিদারের শিশু কন্যাটিকে ফুসলিয়ে মাহবুবুর রহমান বাবরের বাড়িতে নিয়ে যৌন নির্যাতন চালানোর সময় স্থানীয় জনতা ঘটনাটি টের পেয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে প্রিয় নোয়াখালীকে বুধবার সন্ধ্যায় বলেন, আমরা আবদুল আলীকে আটক করে নিয়ে এসেছি এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতী চলছে।
Leave a Reply