সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

মঙ্গলবার বিকেলে উপজেলার পাঁচগাও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল অন্সার তুহিন খান এর উদ্যোগে ভীমপুর ভাওর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পাঁচগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা খানের সভাপতিত্বে, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জনাব মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক নজরুল দেওয়ান ও যুবলীগের যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন মিল্টন জেলা পৌরসভার ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল আলম, জেলা ছাত্রলীগের নেতা সাইফুল গাজী, মহসিন পাটোয়ারী প্রমুখ।