নোয়াখালী সংবাদ | তারিখঃ September 15th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 4476 বার

নোয়াখালীর বার্তা ডটকমঃ চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক চাটখিল উপজেলার রাজনীতির অতি পরিচিত মূখ জুয়েল ভূঞা কে নিয়ে ফেসবুকে ষড়যন্ত্র মূলক পোস্ট দেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে জুয়েল রোববার রাতে চাটখিল থানায় লিখিত অভিযোগ করেছেন।
জুয়েল উপজেলার খিলপার বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুর রহিমের (রহিম হাজী) ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, নুর আলম নামের জৈনক ব্যক্তি ফেসবুকে নিজের ছবি দিয়ে নয়া বঙ্গ বাজার নামক একটি ফেনবুক আইডি চালিয়ে সেখান থেকে চাটখিলের বিশিষ্ট ব্যক্তিদের নানা সম্মানহানী করে আসছে দীর্ঘ দিন থেকে।তারই ধারাবাহিকতায় রোববার জুয়েল ভূইয়া, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন সহ কয়েকজন নেতাকে জড়িয়ে আরেকটি মনগড়া ভুয়া পোস্ট দেয়। বিষয়টি জানাজানি হলে তাদের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ তৈরী হয়।
এ দিকে বিভিন্ন ব্যক্তিদের নিয়ে নুর আলমের একের পর এক সম্মানহানী পোস্টে ক্ষোভের সঞ্চার হলেও তার বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনী কোন ব্যবস্থা গ্রহন করতে দেখা যাচ্ছে না।

Leave a Reply