নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলা কৃষকদলের সভাপতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
নোয়াখালীর চাটখিল উপজেলার ৭নং হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় দুঃস্থ হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১১মে সকালে তাজুল ইসলামের
গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ীতে ৫০০জন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে,
লুডুস-২ প্যাকেট, লচ্চা সেমাই-৩ প্যাকেট, বাংলা সেমাই-২ প্যাকেট, চিনি-১ কেজি, বাদাম, কিচমিচ, চিকন চাউল-১ কেজি, দুধ-১ প্যাকেট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন, নোয়াখালী জেলা কৃষক দলের সহ-সভাপতি ও চাটখিল উপজেলা কৃষক দলের সভাপতি ৭নং হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আনিছ আহমেদ হানিফ। আরো উপস্থিত ছিলো, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আবু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, বিএনপির নেতা সাবেক মেম্বার হাবিবুর রহমান , ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফসহ উপজেলা ও ইউনিয়ন কৃষকদল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।