সাইফুল ইসলাম রিয়াদ: নোয়াখালীর চাটখিল পৌরবাজারে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) তৃতীয় দফায় চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমানের নেতৃত্বে এই অভিযান ও বাজার মনিটরিং করা হয়। এতে চাটখিল থানা পুলিশ, আনসার, ছাত্র প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করে।

অভিযানের তৃতীয় দফায় ফুটপাতের ৫০টির মতো অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হয়। এসময় ৯ জন দোকানদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানে মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা। বাড়তি দামে পণ্য বিক্রি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে।

চাটখিল পৌর বাজারে মনিটরিং ও তৃতীয় দফায় ফুটপাত দখলমুক্ত হওয়ায় পৌরবাসী স্বস্তি প্রকাশ করেছে। চাটখিল পৌরসভার স্থানীয় বাসিন্দা আনোয়ারুল আজিম বলেন, বাজারে শৃঙ্খলা ফেরাতে ও প্রশাসনের এই উদ্যোগ আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ‘ বাজারকে সুশৃংখল করাটা চাটখিল উপজেলা বাসির দীর্ঘদিনের দাবি ছিল। আমরা আশা করি আগামী দিনে ও বাজার এমন সুশৃঙ্খল থাকবে সেই সাথে ফুটপাত ও দখলমুক্ত থাকবে ‘

চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান বলেন, বাজারের নানামুখী সমস্যা সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসন দুই মাস ব্যাপী এক কর্মযজ্ঞ হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় আজ তৃতীয় দফায় আমরা বাজার মনিটরিংয়ে এসেছি সেই সাথে জনসাধারণের দুর্ভোগ্য কমাতে ফুটপাত সহ চলাচলের রাস্তা উন্মুক্ত করনের বিষয় গুরুত্ব সহকারে দেখছি। এই অভিযান পরিচালনা করার আগে কয়েকদিন যাবৎ মাইকিং করে ও লিখিত নোটিশ এর মাধ্যমে সবাইকে সতর্ক করা হয়েছিলো। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে চাটখিল পৌর বাজারটি একটি সুশৃংখল বাজারে রূপান্তরিত হবে । বাজারে শৃঙ্খলা ফেরাতে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যেসব দোকানদার পুনরায় অবৈধ দখল কাজের সাথে যুক্ত হবে, আমরা তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো।