নোয়াখালী সংবাদ | তারিখঃ June 7th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 12317 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ভষ্মিভূত হয়েছে অর্ধশতাধিক দোকান পাট। সকালে আগুন লাগার প্রায় আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গিয়ে আহত হয় ৪/৫ জন।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে চৌমুহনী রেলস্টেশন সড়কের পশ্চিম পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে বিভিন্ন উপজেলা থেকে আরো ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘন্টা চেস্টা চালিয়ে সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন তারা।
ঘটনাস্থল থেকে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা তাদের। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো মধ্যে ক্রোকারিজ সামগ্রী, প্লাস্টিক সামগ্রী, লাইব্রেরি, কসমেটিকস, গার্মেন্ট সামগ্রীর দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। পাশেই ইসলামী ব্যাংকের শাখা থাকলেও অল্পের জন্য তা রক্ষা পায়।
Leave a Reply