নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী বাজারে আবারও ভয়াবহ অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ীয়া।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে বেগমগঞ্জের রেলস্টেশন সংলগ্ন মাকের্টে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নোয়াখালী ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভঁইয়া জানান, প্রায় ২ ঘন্টা চেষ্টা করে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। চৌমুহনী, ফেনী, সোনাইমুড়ি, মাইজদীর ৪ টি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। আগুনে অর্ধ শতাধিক দোকান পুড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত ছয় মাসে এ মার্কেটে তিন বার এ ধরনের আগুন লাগার ঘটনা ঘটে। তাদের ধারনা নিউ নূর হোটেলের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে পুড়ে যাওয়া অধিকাংশ দোকান ছিলো ক্রোকারীজ ও বিভিন্ন গুদামঘর। ক্ষতিগ্রস্তদের ধারণা আগুনে তাদের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যার পরে হঠাত করে রেললাইনের পূর্ব পাশের ইসলামিয়া মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মূহুর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন দোকান সহ প্রায় ২৫টি বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগার তথ্য পাওয়া গেছে।

চৌমুহনী ফায়ার সার্ভিস সহকারী পরিচালক জাকির হোসেন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছি। পরে জেলার অন্য ইউনিটগুলোকে খবর দেওয়া হয়েছে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।