প্রবাসে আমরা | তারিখঃ December 3rd, 2018 | নিউজ টি পড়া হয়েছেঃ 531 বার
নোয়াখালীর বার্তা ডেস্কঃ চব্বিশ ঘন্টার ব্যবধানে সাউথ আফ্রিকায় তিনজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সেখানে খুন হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী মুহাম্মদ আব্দুর রহিম।
সাউথ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া সংলগ্ন সহানবাগ এলাকায় এ খুনের ঘটনাটি ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে আব্দুর রহিম দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে কয়েকজন কৃষ্ণাঙ্গ অস্ত্রধারী লোক ডাকাতির উদ্দেশ্যে তার উপর হামলা করে এবং একাধিকবার ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহিমের দেশের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগের ফকির হাটে।
এছাড়া হার্ট স্ট্রোক করে নিহত হয়েছেন আলাউদ্দিন (ডাক্তার), (৩৫) তার দেশের বাড়ী দাগন ভূইয়া, ফেনী এবং গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তরু মিয়া, তার দেশের বাড়ি জামালপুর।
উল্লেখ্য, এ নিয়ে ২৪ ঘন্টায় সাউথ আফ্রিকায় ৩ জন বাংলাদেশি নিহত হলেন। গত ১ মাসে সাউথ আফ্রিকায় শুধুমাত্র বাংলাদেশি খুন হয় ২৫ জন।
Leave a Reply