নোয়াখালীর বার্তা ডটকমঃ গুদামভর্তি ও বাজারে প্রচুর সরবরাহ থাকা সত্ত্বেও ১০০ টাকা কেজি পেঁয়াজের দাম নেয়ার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী ও মাইজদী পৌর বাজারের ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় চৌমুহনী বাজারে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় গুদামভর্তি পেঁয়াজের মজুত দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের কেজি ১০০ টাকা নেয়ার অপরাধে চৌমুহনীর একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার ও মাইজদী পৌরবাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন,
ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।