নোয়াখালীর বার্তা ডটকমঃ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯তম বিসিএস-এ সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা দিয়েছে স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পদন্নতি প্রাপ্ত সহকারি ও সহযোগী অধ্যাপকদেরও সংবর্ধনা দেওয়া হয়।

জেলা স্বাচিপের সভাপতি ডা. ফজলে এলাহী খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যাহ্, ম্যাটস্ এর অধ্যক্ষ ডা. বিধান সেন গুপ্ত, জেলা সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান, বিএম নোয়াখালী জেলা কমিটির সভাপতি ডা. এম এ নোমানসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, চিকিৎসকদের শিক্ষাজীবন ও সর্বশেষ কর্মজীবন এ সব কিছুর পিছনে যে ব্যয় হয় সবই সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থের বিনিময়ে। সুতরাং সরকার আজ যাদের নিয়োগ দিয়েছে তারা সাধারণ মানুষের সেবা করার প্রত্যয় নিয়েই যোগদান করেছেন। যতদিন সরকারি চাকরি করবেন ততদিন গ্রাম-গঞ্জসহ সর্বস্তরের মানুষকে নিরবিচ্ছিন্ন সেবা দিতে হবে। নবাগত এসব চিকিৎসকরা রোগীদের ভালোবাসা দিয়ে সর্বোচ্চ সেবা দিবেন এমনটাই প্রত্যাশা করেন অতিথিবৃন্দ।

এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া একটি এ্যাম্বুলেন্সের সার্ভিস উদ্বোধন করেন প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী।