জাতীয় | তারিখঃ March 23rd, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 5832 বার

নোয়াখালীর বার্তাঃ নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণ ঘটনায় করা মামলার অন্যতম আসামি রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।
শনিবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আড়ে গত ১৮ মার্চ একই বেঞ্চ তাকে জামিন দিয়েছিল।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রুহুল আমিনের নির্দেশে ১০, ১২ জন ভুক্তভোগীর বাড়িতে গিয়ে স্বামী-সন্তানদের বেঁধে ওই নারীকে গণর্ধষণ ও মারধর করে।
এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে উপজেলার ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রুহুল আমিনকে প্রধান করে ৯ জনের নামে মামলা করেন।
মামলার পর গত ২ জানুয়ারি গভীর রাতে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
রুহুল আমিন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চর জুবলি ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার ছিলেন। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply