এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ October 21st, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 6669 বার

নোয়াখালীর বার্তা ডটকমঃ সেপ্টেম্বর মাসে অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নে নোয়াখালীর বিভিন্ন থানার ৬১ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন পুলিশ সুপার আলমগীর হোসেন। পুরস্কারপ্রাপ্তদের বিশেষ সম্মাননা স্মারক, সার্টিফিকেট অব অ্যপ্রিসিয়েশন ও অর্থ প্রদান করা হয়। এছাড়াও সদ্য অবসরে যাওয়া ১২ জন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহারসামগ্রী দিয়ে বিদায় জানানো হয়। বুধবার সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের শহীদ ময়নুল হক হলে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার দেয়া হয়।
পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিত্বে কল্যাণ সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)খালেদ ইবনে মালেক, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খান প্রমুখ।

Leave a Reply