নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের অবহেলিত ফকিরপুর চাইল্ড কেয়ার সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।

মঙ্গলবার সকালে ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর নবী সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভায় মেয়র জানান, কুয়েত ফান্ডের ইউ আইআইপি প্রকল্পের অধীনে পৌর এলাকায় মোট ৬ কোটি ৪৬ লাখ ১৫ হাজার ৩৮০ টাকার প্রকল্প ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হবে।

তিনি বলেন, ৬ মাস/একবছর পর রাস্তা নষ্ট হয়ে যাবে এমন রাস্তা আমার পৌর এলাকায় হবে না। ঠিকাদার যে হোক কাজ বুঝে নেয়ার দায়িত্ব আমার।

আমি নিজেই ঠিকাদার, নিজেই ইঞ্জিনিয়ার। অতএব কোন অনিয়ম হতে দিব না। আমার মেয়াদ থাকাকালিন পৌরসভার ১টি সড়কও কাঁচা থাকবে না, পর্যায়ক্রমে সবগুলো সড়ক পাকাকরণ করা হবে। মহামারি করোনাভাইরাস না আসলে এ সকল রাস্তার কাজ অনেক আগে শেষ হতো।

আশা করি, ১ থেকে দেড় মাসের মধ্যে রাস্তার কাজ সম্পন্ন হবে।
এসময় বক্তব্য দেন নোয়াখালী পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান আবদুর রহমান মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমিশনার আজাদ চৌধুরী, কাউন্সিলর লিলি রহমান। উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, প্রকৌশলী দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন টোকনসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।