নোয়াখালী সংবাদ | তারিখঃ July 26th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 25819 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এমপি সড়কের পাশে আরএনবি ব্রিক ফিল্ডের (ইটভাটা) পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন উর রশিদ জানান, শুক্রবার (২৬ জুলাই) বিকালে পচন ধরা লাশটি উদ্ধার করা হয়েছে। কেউ তাকে চিনতে পারেননি। কীভাবে মৃত্যু হয়েছে, তা বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। ওই নারীর পরিচয় ও খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, দুপুরে আরএনবি ব্রিক ফিল্ডের শ্রমিকদের থাকার ঘর থেকে দুর্গন্ধ বের হয়। পরে তারা বেগমগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পুলিশ দরজা ভেঙ্গে ভেতরে পচন ধরা এক নারীর লাশ পায়।
Leave a Reply