প্রবাসে আমরা | তারিখঃ March 11th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 11911 বার
শাহাদাত রাসেল চৌধুরীঃ সিঙ্গাপুরে চিকিৎসারত বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সেঁতু মন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে সিঙ্গাপুরে কর্মরত নোয়াখালীর প্রবাসীরা গত কাল সন্ধ্যা ৭.৩০ মিনিটে সিঙ্গাপুরের অর্চায় হোটেল ইয়োকের বল রুমে এই দোয়ার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের সহ ধর্মীনী ইসরাতুনেসা কাদের, গাজীপুর সিটি করর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, সেনবাগ সৌনামুড়ি আংশিক এর সাংসদ মোরশেদ আলম, ডাঃরিজবী, নোয়াখালী পশুরহাট পৌরসভার মেয়র ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা, সড়ক,পরিবহন ও যোগাযোগ মন্ত্রনালয়ের কর্মকর্তা আবু নাসের টিপু, সিঙ্গাপুর আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন রানা, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মালেক হীরা, সহ সভাপতি সুমন ভূইয়া, দপ্তর সম্পাদক ঈমান ব্যাপারি,বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার সিনিয়র সহসভাপতি শাহাদাত রাসেল, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ, সহ সভাপতি আরিফ হোসেন,এবং ওবায়দুল কাদেরর পরিবারের সদস্যরা, সহ টিম নোয়াখালীর সিনিয়র নেতৃবৃন্দ এবং সকল সদস্য বৃন্দ, শাহাদাত রাসেলের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় ইসরাতুনেসা কাদের বলেন দেশবাসিও নোয়াখালী বাসীর প্রতি কাদের পরিবারের অনেক কৃতজ্ঞতা, সারা দেশের মানুষ তাদের নেতার সুস্থতায় দোয়া করছেন এবং ওবায়দুল কাদের এখন অনেকটা সুস্থ আছে সবাইকে আরো বেশি দোয়ার অনুরোধ করেন। এবং জননেতা ওবায়দুল কাদের যেন সম্পূর্ণ সুস্থতা নিয়ে দেশে ফিরে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন সেই কামনা করেন।পরে ঈমাম সাহেব দোয়া পরিচালনা করেন এবং সবার মাঝে তাবারক বিতরন করা হয়।
Leave a Reply