নোয়াখালীর বার্তাঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া থেকে বুধবার রাত ১০টার দিকে নূর উদ্দিন মিলন নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।

মিলন চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার দক্ষিণ খাদেমপাড়া এলাকার আবুল বাসারের ছেলে। তিনি আমিশাপাড়া হাজী মার্কেট শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাসা থেকে মিলনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির গলায় গামছা ও দড়ি পেঁচানো অবস্থায় ঘরের আড়ির সঙ্গে ঝোলানো ছিল। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

তিনি আরও জানান, ‘একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা, ‘আসসালামু আলাইকুম, আমি জানি না কেন আত্মহত্যার পথ বেছে নিলাম। জানি ভুূল করছি। কিন্তু কেন করছি তা জানি না। আমার মা-বাবা, ভাই-বোন, বন্ধুরা আমাকে খুব ভালোবাসে। তারপরও এ জীবন ভালো লাগে না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সবাই যেন তাদের পরিবার নিয়ে ভালো থাকে। আমিন।’