নোয়াখালীর বার্তাঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার হোসেনপুর এলাকা থেকে শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব -১১।

বুধবার (২০ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক নরেশ চাকমা।

আটকেরা হলেন- জেলার সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া গ্রামের মো. আবুল কাশেম মিয়ার ছেলে মো. ইয়াছিন (২২) ও বারগাঁও গ্রামের ফজিউল হকের মিয়ার ছেলে মো.কামাল উদ্দিন (২৯)।

এ বিষয়ে নরেশ চাকমা জানান ইয়াছিন ও কামাল উদ্দিন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পরে আসামীদেরকে জেলার সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে তাকে নোয়াখালী জেলা জজ আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়।