নোয়াখালীর বার্তা ডটকমঃ সৌদি আরবের তাবুক সড়কের আল হায়াত এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল নোমান (৩০) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। এ ঘটনায় গাড়ির চালক নূর নবী আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে বালু ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী গাড়িটি একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল নোমান কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মৌলভী ইউনুছ সাহেবের বাড়ির শেখ ফরিদ উদ্দিনের ছেলে।

নিহতের ভাই আমান উল্যা জানান, ভাই আব্দুল্যাহ আল নোমান বিডি দীর্ঘদিন থেকে জেদ্দার বিডি কোপারেশান কোম্পানির ফিস বিভাগে সেলসম্যান হিসেবে চাকরি করতো। প্রতিদিনের মতো রাত ৮টার দিকে কোম্পানির গাড়ি নিয়ে জেদ্দা থেকে হাইল শহরে যাচ্ছিলেন। পথে তাবুক সড়কের আল হায়াত এলাকায় পৌঁছলে বালু ঝড়ের কবলে পড়ে তাদের গাড়িটি। এসময় সামনে থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তাদের বহনকারী গাড়িটি ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে নোমান নিহত ও চালক নূর নবী আহত হন।

এদিকে আবদুল্লাহ আল নোমানের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনা। এলাকাজুড়ে চলছে শোকের মাতম। নিহতের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন পরিবারের সদস্যরা।