নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউপি নির্বাচন স্থগিত থাকলেও নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থী মেহেদী হাসানের ২জন কর্মিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মোটরসাইকেল প্রতীকের প্রর্থী নুরুল ইসলাম মালেশিয়ার কর্মি সমর্থকদের বিরুদ্ধে।

গতকাল বুধবার দিবাগত রাত ১০টায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজার সংলগ্ন বেড়ীবাঁধের মাথায় বেলাল হোসেন (২৭), ও জয়নাল আবেদীন (২৪),কে কুপিয়ে মারাত্বকভাবে জখম করা হয়েছে। গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদরে প্রেরণ করা হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান অভিযোগ করেন, প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম তার ভাড়াটিয়া লোক জুম্মান ডাকাত, কোপা সামছু, বেলাল উদ্দিন সহ ৮-১০জন সন্ত্রাসী দিয়ে অতর্কিতে তার কর্মি ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত বেলাল ও জয়নালকে জেলা সদরে পাঠানো হয়েছে।
হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিপেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।