সাইফুল ইসলাম রিয়াদঃ কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকায় নোয়াখালীর চাটখিল থেকে আসা একটি পিকনিকের বাস দুর্ঘটনার কবলে পড়ে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ ঈদগাঁও হাঁসের দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জন হলেন গাড়ির হেলপার— কালা ভান্ডারী (৬০) ও শিক্ষার্থী মুরাদ (১৮)। আহত সবাই নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন ও আশেপাশের এলাকার বাসিন্দা।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪০ জন প্রাক্তন শিক্ষার্থী নিলাচল পরিবহনের একটি বাসে করে পিকনিকের উদ্দেশে কক্সবাজারে যাচ্ছিলেন। এসময় ঈদগাঁও হাঁসের দিঘী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও অন্তত ২০ জন।

পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওই বাসের যাত্রী চাটখিলের সমপাড়া কলেজের শিক্ষার্থী তারেক আজিজ জানান, নিলাচল পরিবহনের চালক ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালাচ্ছিলেন বলেই এ দুর্ঘটনা ঘটেছে।