সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিলে মাস্ক না পরে চলাচলের দায়ে ১৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চাটখিল বাজার সহ বিভিন্ন এলাকায় এ জরিমানা করা হয়েছে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি আলাদা আলাদা ভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ অভিযানে মাস্ক না পরে চলাচলের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জন ব্যক্তিকে পাঁচ হাজার চারশ টাকা জরিমানা করা হয়েছে। এবং গরীব ও অসহায় দিনমজুরদের মাঝে মাঝে ফ্রি মাস্ক বিতরণ করেন।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম
জরিমানা করা ব্যক্তিদের এরপর ভবিষ্যতে বাইরে বের হলে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার করার শর্তে তাদের ছেড়ে দেন।

এসময় সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান ইউএনও। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।