এক্সক্লুসিভ, জাতীয়, নোয়াখালী সংবাদ | তারিখঃ March 21st, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 12064 বার
সাইফুল ইসলাম রিয়াদঃ চাটখিলে ওমান ও সৌদি প্রবাসী হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ অমান্য করে এলাকায় চলাফেরা করায় দুই জনকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে পাঠিয়ে ১জনকে জরিমানা করেছেন ইউএনও।
আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম ও চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম যৌথ অভিযানে চাটখিলের পাল্লা গ্রামের ওমান প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চাটখিল পৌরসভা দশানি গ্রামের সৌদি আরব ও ওমান প্রবাসী আরো দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে আশা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম জানান,ডাক্তার ও পুলিশের ৩ টি যৌথ টিম কাজ করছে। করোনাভাইরাস থেকে সাধারণ জনগণকে সচেতন করতে আমরা উপজেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি।
Leave a Reply