সাইফুল ইসলাম রিয়াদঃ বেতন-ভাতা বৃদ্ধি, চাকরি নিশ্চয়তাসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) চাটখিল শাখার উদ্যোগে আজ নোয়াখালীর চাটখিলে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বি.এম.এ ওর সভাপতি ডাঃ এম এ নোমান।
প্রধান আলোচক হিসেবে কেন্দ্রীয় ফারিয়া’র উপদেষ্টা নজির আহমেদ হারুন বলেন, সারা দেশে দুই লাখ ৩১ হাজার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করছে। ”প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছি আমরা।”

”গার্মেন্টসের পর ওষুধ দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। অথচ এ খাতে আমরা যারা কাজ করছি তাদের জন্য সরকারি ঘোষিত কোনো বেতন কাঠামো নেই।”

ফারিয়া’র পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-
১/সরকারি নতুন বেতন স্কেল অনুসারে সপ্তম গ্রেড সমপরিমাণ বেতন র্নিধারণ।
২/বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় টিএ/ডিএ বাড়ানো,
৩/চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা সহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রদান,
৪/ফারিয়া সংগঠনকে সরকার কর্তৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান।
৫/ সাপ্তাহিক সরকারি ছুটিসহ জাতীয় সব ধরনের ছুটি প্রদান।

চাটখিল উপজেলা ফারিয়ার সভাপতি হাসান মোহাম্মদ তারেকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার প্যানেল মেয়ের আহসান হাবীব সমির।, আরো বক্তব্য রাখেন বেক্সিমকো ফার্মার এম.পি.ও আপেল মাহমুদ, ইবনে সিনা ফার্মার এম.পি.ও দেলোয়ার হোসেন ওয়ান ফার্মার ইব্রাহিম খলিল প্রমুখ।
মানববন্ধন শেষে পাঁচ দফা দাবিতে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে দাবি আদায়ে সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উক্ত মানববন্ধনের সার্বিক তত্তাবধানে ছিলেন চাটখিল উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মিজানুর রহমান।