নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীতে পুলিশ লাইনসে কর্মরত নারী পুলিশ সদস্যদের আমিষের চাহিদা পূরণ ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নোয়াখালী।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশ লাইনস পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করেন পুনাকের সভানেত্রী ও জেলা পুলিশ সুপারের স্ত্রী তানিয়া আলমগীর।

তানিয়া আলমগীর বলেন, নারী পুলিশ সদস্যরা সবসময় জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। তাদের শরীরে আমিষের চাহিদা মেটানোর লক্ষ্যে পুলিশ লাইনস পুকুরে তিন মণ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। যার মধ্যে রুই, মৃগেল, কাতল, কালিবাউস, সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পুনাক নোয়াখালীর সহ-সভানেত্রী রীপা চাকমা ও সাধারণ সম্পাদক ডা. ফাকিহা খানসহ পুনাকের নেতৃবৃন্দ।