এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ April 4th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 15800 বার
সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালী-১ আসনের সংসদ ত্রান পৌছে দেয়ার ব্যবস্থা নিয়েছেন।
শনিবার সকাল ১০ টা থেকে ট্রাকে ভ্ররে নিয়ে গিয়ে স্বেচ্ছাসেবকরা দুই উপজেলার তালিকাভুক্ত পরিবার গুলোর মধ্যে চাল ডাল তেল আলু সহ নিত্য প্রয়োজনীয় পন্যের প্যাকেট পৌছে দেয়া শুরু করেছে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম ও চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভুর তত্ত্বাবধানে চাটখিল উপজেলার কমিউনিটি সেন্টার থেকে এই কার্যকম পরিচালনা করা হচ্ছে।
জানা যায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রথমে ত্রান প্রাপ্তদের তালিকা করা হয় পরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দিয়ে তদন্ত করে ত্রান পাওয়ার মত উপযুত্ত পরিবার গুলোকে চুড়ান্তভাবে নির্বাচন করা হয়।
Leave a Reply