 
                
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালী জেলা শহর মাইজদীতে দেলোয়ার হোসেন মিন্টু (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এ ঘটনায় হাউজিং এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের হাউজিং বালুর মাঠে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাইজদী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দেলোয়ার হোসেন মিন্টুর স্বজন জুয়েল বলেন, প্রতিদিনের মতো রবিবার বিকালে হাউজিং বালুর মাঠে হাঁটতে যান মিন্টু। হাঁটার সময় সন্ধ্যা ৬টার দিকে বালুর মাঠের দক্ষিণ পাশের একটি চা দোকানের সামনে গেলে মোটরসাইকেলযোগে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা মিন্টুকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে। তার মাথা, দুই হাত ও পায়ে কোপ থাকায় ৩২টি সেলাই দেয়া হয়েছে। তার ভাইয়ের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন জুয়েল।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, খবর পেয়ে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহতের সঙ্গে কথা বলে এসেছি। যেহেতু হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়নি। তাই ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহতের পক্ষ থেকে লিখিত অভিযোগের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 
                         
                 
                 
                