

নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিলে প্রবাসী বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে।
বুধবার রাতে উপজেলার পরকোট ইউনিয়নের আগুনি বাড়ির ব্রিজ সংলগ্ন সৌদি প্রবাসী মহিন তপদারের বাড়িতে তার শাশুড়ি ও স্ত্রী সন্তানের হাত-পা বেঁধে বাড়িতে লুটপাট করে সশস্ত্র ডাকাত দল।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী শিউলি বেগম (৪০) জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে ৮-১০ জন সশস্ত্র ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। এরপর ঘরের মূল দরজা ভেঙে ঘরে ঢুকে পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে তাঁকে জিম্মি করে। ওই সময় টাকা ও স্বর্ণালংকার এর জন্য ডাকাতেরা তাঁকে মারপিট করে।
একপর্যায়ে ঘর থেকে ডাকাতেরা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও মুঠোফোনের দুইটি সেটসহ ১০ লাখ টাকার মাল নিয়ে যায়।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেছি, অভিযোগ দিলে আইনগত ব্যবস্তা গ্রহণ করা হবে।