বিশেষ প্রতিনিধি: নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সামনে চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইনে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ কর্তৃক চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামালকে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি চাটখিল পৌর বাজারের অনিতাশ ফিলিং স্টেশন থেকে শুরু হযয়ে চাটখিল বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পুনরায় অনিতাশ ফিলিং স্টেশন এসে প্রতিবাদ সমাবেশ মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফকে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য নোয়াখালী জেলা বিএনপির কাছে দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল বাশার বাবুল শেখ এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য কামাল হোসেন।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন— সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন কচি, পৌর বিএনপি নেতা খোকন হাজি, উপজেলা যুবদল নেতা মাসুদ আলম,
জেলা যুবদল নেতা ইয়াসিন বাবুসহ অন্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।