চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জিয়া মঞ্চের ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চাটখিল পৌর বাজারের মেজবান হোটেল হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির আহবায়ক কবির হোসেন লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলিমুজ্জামান শুভ, সদস্য সচিব জকির হোসেন জীবনসহ নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
পরিচিতি সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নোয়াখালী জেলা যুবদল নেতা মাহাবুবুর রহমান জুয়েলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জেলা যুবদল নেতা মাহাবুবুর রহমান জুয়েল নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,
“চাটখিল উপজেলার জিয়া মঞ্চের এই নতুন কমিটি ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো।”
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জিয়া মঞ্চকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।